Views Bangladesh Logo

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬, দগ্ধ ১০

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত ও ১০ জন দগ্ধ হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে জানান, সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ‘কসমিক ফার্মা’ নামের একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে প্রথম ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়।

তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট কাজ করছে।’

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে এ পর্যন্ত দুজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মো. সুরুজ (৩০) দগ্ধ হয়েছেন ২ শতাংশ এবং মো. মামুন (৩৫) শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন।

এদিকে ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীতে ফেমাস কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তিন কর্মকর্তা ও এক দোকানকর্মীর মৃত্যু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ