Views Bangladesh Logo

অবসর ভেঙে ফিরলেন ডি কক

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কুইন্টন ডি কক সাদা বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বদলিয়ে আবারও দক্ষিণ আফ্রিকার দলে ফিরছেন। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে তাকে দেখা যাবে।

৩২ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। এর আগে তিনি ২০২১ সালে টেস্ট ও ২০২৩ বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন। সেই বিশ্বকাপে তার চারটি সেঞ্চুরির কল্যাণে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠেছিল।

ডি কক দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৫টি ওয়ানডে, ৯২টি টি–টোয়েন্টি ও ৫৪টি টেস্ট খেলেছেন। তবে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সক্রিয় রয়েছেন—এসএ২০, আইপিএল, এমএলসি ও সিপিএলে নিয়মিত খেলছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ