গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনে হামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। সমাবেশের পর এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর মাদারিপুর যাওয়ার পথে আক্রমণের শিকার হয়।
এরপর পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় হামলাকরীরা জেলা প্রশাসকের বাসভবনে হামলা চালায়। এই হামলা বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের বাসভবনে ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ১৪৪ ধারা কার্যকর করেছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে