Views Bangladesh Logo

চট্টগ্রামে উদ্ধার হওয়া দুই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

ট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে উদ্ধার হওয়া অসুস্থ দুই শিশুর সব দায়িত্ব নিজ হাতে গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে শিশুদের চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ পুনর্বাসনের দায়িত্ব নেন।

উদ্ধার হওয়া শিশুদের মধ্যে চার বছর বয়সী মেয়েশিশুটির নাম আয়েশা এবং দুই বছর বয়সী ছেলেশিশুটির নাম মোরশেদ। শিশু দুটির পরিবার সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকার বাসিন্দা। মা–বাবা ঝিনুক আখতার ও খোরশেদ আলম।

শিশুদের দুরবস্থার খবর সামাজিক মাধ্যমে নজরে আসলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রাথমিক চিকিৎসার পর শিশু দুটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়। বিশেষ করে অসুস্থ মোরশেদকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিশ্চিত করা হয়।

জেলা প্রশাসক চিকিৎসা ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তাও প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, যাতে শিশুদের চিকিৎসা ও পরিচর্যায় কোনো ঘাটতি না থাকে। পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

উদ্ধারকৃত শিশুদের জন্য মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ সিএনজিচালক মহিম উদ্দিনকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। মহিম উদ্দিন বলেন, ‘আমি পুরস্কারের আশায় শিশু দুটিকে উদ্ধার করিনি। মানবিক কারণেই তাদের উদ্ধার করেছি। ডিসি স্যারের উৎসাহ আমাকে আরও অনুপ্রাণিত করেছে।’

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ও স্থানীয়রা জেলা প্রশাসকের মানবিক পদক্ষেপকে প্রশংসা করেছেন। আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার জানান, শিশু মোরশেদকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং সুস্থ হলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘সেইভ হোমে’ পাঠানোর ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘শিশু দুটিকে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে লালন-পালন এবং তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হবে। অন্যের সন্তানের প্রতি ভালবাসাই প্রকৃত মানবতা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ