Views Bangladesh Logo

ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি, অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ ডিআইজির

 VB  Desk

ভিবি ডেস্ক

রিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

এদিকে সোমবার মধ্যরাতে ভাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেন, ভাঙ্গায় চলমান বিক্ষোভে কিছু ‘ফ্যাসিস্ট’ ঢুকে পড়েছে এবং তারা সহিংসতা চালাচ্ছে। আমি তাদেরকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।

এর আগে সোমবার ডিসি কামরুল হাসান মোল্লা ইসির সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৪ সেপ্টেম্বর ইসির গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়ন, আলগি ও হামিরদিকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে ৪ সেপ্টেম্বর থেকে ভাঙ্গা উপজেলার বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন এবং নতুন সীমানা বাতিলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে।

১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশ কার্যালয় এবং সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তারা সড়ক ও রেলপথ অবরোধ করে ২১টি দক্ষিণাঞ্চলীয় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, যা জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে। এখনো বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে কর্মসূচি অব্যাহত রেখেছে।

চিঠিতে আরও বলা হয়, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের ভাঙ্গা হতে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসন পুনঃনির্ধারণের বিষয়টি দুইটি সংসদীয় আসনের জনগণ মেনে নিতে পারেনি। উক্ত দুইটি আসনের সর্বস্তরের জনগণ এ আন্দোলনের সাথে যুক্ত রয়েছে মর্মে জানা যায়। এরই পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরণের অবনতির আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমি তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। আমরা আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করছি। আমি ডিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্যদের সঙ্গে কথা বলেছি এবং বিশেষ নির্দেশনা দিয়েছি। সোমবারের সহিংসতায় চার থেকে পাঁচজন পুলিশ আহত হয়েছেন।’

ডিসি কামরুল হাসান মোল্লা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি এবং জনগণের আবেগ ও দাবি তুলে ধরে একটি প্রতিবেদন জমা দিয়েছি। ২১ সেপ্টেম্বর হাইকোর্টেও এ বিষয়ে একটি রিট আবেদনের শুনানির কথা রয়েছে। আমি ভাঙ্গার মানুষকে শান্ত থাকতে এবং আইনি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পুলিশ সুপার আব্দুল জলিল, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত এসপি আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ