Views Bangladesh Logo

‘জিজ্ঞাসাবাদের’ জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আনিস আলমগীরকে

 VB  Desk

ভিবি ডেস্ক

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার রাত ৮টার পরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, 'তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি আমরা। তার সঙ্গে কথা বলার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

তিনি বলেন, 'বিষয়টি আমরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়ে দেব।'

দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন আনিস আলমগীর।

সমসাময়িক রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে তার বক্তব্যের কারণে সম্প্রতি আলোচনা-সমালোচনায় ছিলেন তিনি। ফেইসবুকে দেওয়া তার বিভিন্ন পোস্ট নিয়েও আলোচনা-সমালোচনা চলছে বেশ কয়েকদিন ধরে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ