Views Bangladesh Logo

১৩ নভেম্বর অস্থিরতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ডিবি প্রধানের

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম বলেছেন, ১৩ নভেম্বর কোনো ধরনের অস্থিরতা বা নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১২ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি নগরবাসীকে আহ্বান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আতঙ্কিত না হতে। তিনি বলেন, 'কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে তা জনগণের সহযোগিতায় কঠোরভাবে দমন করা হবে।'

ডিবি প্রধান আরও জানান, সম্ভাব্য বিশৃঙ্খলার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, পেট্রল বোমা নিক্ষেপসহ যেকোনো ধরনের সহিংসতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ