Views Bangladesh Logo

বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এই ধর্মঘটে জেলার পরিবহন সেবা ও জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

সোমবার সকালে হরতাল সমর্থকরা বাগেরহাট জেলা নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। নিরাপত্তা বজায় রাখতে নির্বাচন অফিস, ডেপুটি কমিশনারের কার্যালয় এবং জেলা জজ আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

সকাল থেকে দূরপাল্লার বাস ও অন্যান্য পরিবহন সেবা বন্ধ থাকায় ১৬টি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা আটকা পড়েছেন এবং শহরে সীমিত সংখ্যক ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের জন্য তাদেরকে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে।

কেন্দ্রীয় বাস টার্মিনাল, দশানি মোড়, খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু এবং দড়াটানা সেতু টোল প্লাজা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট ও দোকানপাট প্রায় জনশূন্য। হাতেগোনা কিছু ছোট যানবাহন চলাচল করছে।

বাগেরহাট যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘সংসদীয় আসন কমানো জনস্বার্থের পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আন্দোলনে সমর্থন দিচ্ছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ