Views Bangladesh Logo

ডেভিডের ঝোড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টাইম ডেভিডের ঝোড়ো সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২৫ জুলাই) ওয়ার্নার পার্কে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে ছয় উইকেটে জয় পায় সফরকারীরা।

ডেভিড ৩৭ বলে অপরাজিত ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ১১টি ছক্কা ও ৬টি চার। মাত্র ১৬ বলে ফিফটি তুলে নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। তিনি মিচেল ওয়েনের সঙ্গে অপরাজিত ১২৮ রানের জুটি গড়েন, যা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। এর আগে ডেভিড ও মিচ মার্শের ১০৫ রানের জুটি ছিল সর্বোচ্চ। ওয়েন ১৬ বলে ৩৬ রানের দ্রুতগতির ইনিংস খেলেন।

১০তম ওভারে ম্যাচের গতি ঘুরিয়ে দেয় ডেভিড। গুডাকেশ মোতির ওই ওভারে ১ চার ও ৪টি টানা ছক্কায় ২৮ রান তুলে নেন ডেভিড। ১২তম ওভারেও রোস্টন চেজের বিপক্ষে তিনটি ছক্কা ও একটি চার হাকান তিনি। ১৭তম ওভারে রোমারিও শেফার্ডের শেষ বলে চার মেরে ম্যাচ জয়ের পাশাপাশি নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড।

এর আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানে পৌঁছে দেন ওপেনার শাই হোপ। ৫৭ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে গড়েন ১২৫ রানের উদ্বোধনী জুটি। কিং করেন ৩৬ বলে ৬২ রান, আউট হন শন অ্যাবটের হাতে ধরা পড়ে।

পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শনিবার ওয়ার্নার পার্কেই অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ