Views Bangladesh Logo

ড্যান্ডি ডায়িং ঋণ মামলায় খালেদা জিয়া ও তারেকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

 VB  Desk

ভিবি ডেস্ক

সোনালী ব্যাংকের ৪৫ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে।

মামলা দায়েরকৃত সোনালী ব্যাংকের আবেদনমতে, গত ১১ নভেম্বর ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক সাদেকিন হাবিব বাপ্পি মামলাটি প্রত্যাহারের অনুমোদন দেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ড্যান্ডি ডায়িং ব্যাংকের টাকা পরিশোধ করায় আমরা ব্যাংকের পক্ষে মামলা প্রত্যাহারের আবেদন করেছি। আদালত এটি মঞ্জুর করেছেন।”

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী মোস্তাক আহম্মেদ কয়েল বাসসকে বলেন, “সোনালী ব্যাংকের পক্ষে তাদের আইনজীবী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন, যা আদালত মঞ্জুর করেছেন।”

মামলার ইতিহাস অনুযায়ী, ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ঢাকার প্রথম অর্থঋণ আদালতে ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে মামলা দায়ের করেন।

বিবাদী আরাফাত রহমান কোকা মৃত্যুর পর ২০১৫ সালের ১৬ মার্চ ইসলামী শরীয়াহ মোতাবেক অংশীদারিত্ব মামলায় তার মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে আদালতে পক্ষভুক্ত করা হয়।

২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ মোট ১৬ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করা হয়।

বিবাদীরা হলেন: ড্যান্ডি ডায়িং লিমিটেড, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কোকোর স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন ও তার স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার এবং মাসুদ হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ