রাজশাহীতে বেলুনের গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন আহত
গোদাগাড়ী, রাজশাহীতে শুক্রবার সকালে বেলুনে গ্যাস ভর্তি করার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি সকাল ১১:৩০টার দিকে কালিকাপুর গ্রামে ঘটে।
আহতদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
জানা গেছে আহতরা হলেন—দেওয়ানপাড়া গ্রামের জাকিবুল ইসলাম (৬৫) ও জলসুরি (৩৫), শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) এবং রনি আহমেদ (২২)।
রামেকের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. রায় জানান, আহত পাঁচজনকেই বার্ন ইউনিটের ওয়ার্ড নং ২৯-এ ভর্তি করা হয়েছে। তিনি বলেন, “তাদের শরীরের বিভিন্ন অংশে দগ্ধের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন, তবে তাদের অবস্থা অনিশ্চিত।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে