Views Bangladesh Logo

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছিটকে পড়লো প্রাইভেট কার, সাইকেল আরোহী নিহত

ট্টগ্রাম নগরের নিমতলা বিশ্বরোড এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার (চট্টমেট্টো-ঘ-১১-৩৮৮৪) ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে। ঘটনায় শফিক নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রাইভেট কারের চালকসহ পাঁচজন আরোহী আহত হয়েছেন।

চট্টগ্রাম ট্রাফিক পুলিশ পরিদর্শক (বন্দর) আমিনুর জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে লালখানবাজারের দিকে যাচ্ছিল। নিমতলা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে এবং শফিকের ওপর পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত শফিক ও প্রাইভেট কারের পাঁচজন আরোহীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা শফিককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে অন্যদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ