Views Bangladesh Logo

কোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ মিঠুন

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)—এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদকে পরাজিত করে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবির একাডেমি ভবনে কোয়াবের বার্ষিক সাধারণ সভা শেষেই শুরু হয় ভোটের আনুষ্ঠানিকতা।

দুপুর ৩টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এবারের নির্বাচনে দেশের বাইরে থেকেও অনলাইনে ভোট দিয়েছেন অনেকে।

উল্লেখ্য, কমিটির ১১টি পদের মধ্যে ১০টিতেই ১ জন করে প্রার্থী থাকায় পদগুলোতে সেইসব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছেন আগেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ