তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য: বিসিবি পরিচালকের প্রকাশ্যে ক্ষমা দাবি কোয়াবের
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। পাশাপাশি তাকে জবাবদিহির আওতায় আনারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ দাবিতে শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলন করে কোয়াব। সেখানে বিসিবি পরিচালকের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল এক অনুষ্ঠানে নিজের মতামত দেন তামিম ইকবাল। তিনি বলেন, বাংলাদেশ আইসিসি থেকে বড় অঙ্কের অর্থ পায়, তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিমের এই বক্তব্যের পরপরই বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম ফেসবুকে একটি স্ট্যাটাসে তাকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন। বিষয়টি ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন প্রকাশ্য প্ল্যাটফর্মে এ ধরনের মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও প্রশ্ন ওঠে। আমরা ইতোমধ্যে বিসিবি সভাপতির কাছে প্রতিবাদলিপি দিয়েছি এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, দ্রুতই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
তামিম ইকবালের পক্ষে তার সাবেক ও বর্তমান সতীর্থদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। সংবাদ সম্মেলনে মিঠুনের কাছে প্রশ্ন ওঠে—মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তখন কেন ক্রিকেটাররা প্রকাশ্যে সোচ্চার হননি।
জবাবে কোয়াব সভাপতি জানান, মোস্তাফিজের বিষয়টি ভিন্নভাবে দেখেছে সংগঠনটি। তিনি বলেন, আমরা মোস্তাফিজের সঙ্গে আলোচনা করেছি এবং ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস (ফিকা)-এর সঙ্গে বৈঠক করেছি। ফিকা আমাদের জানিয়েছিল, মোস্তাফিজ চাইলে তারা লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যতটা সম্ভব ক্ষতিপূরণের ব্যবস্থা করার চেষ্টা করবে।
তবে মোস্তাফিজের ব্যক্তিগত সিদ্ধান্তের কারণেই বিষয়টি এগোয়নি বলে জানান মিঠুন। তার ভাষায়, পরে মোস্তাফিজ নিজেই বলেছে, আপাতত বিষয়টি নিয়ে এগোতে চায় না। সে কারণেই আমরা আর পরবর্তী পদক্ষেপ নেইনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে