অর্ডার করার ১৬ বছর পর ফোন হাতে পেলেন ক্রেতা
অবিশ্বাস্য হলেও সত্য—অর্ডার দেওয়ার প্রায় ১৬ বছর পর অবশেষে মোবাইল ফোন হাতে পেয়েছেন এক ক্রেতা। ঘটনাটি ঘটেছে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে।
জানা গেছে, ত্রিপোলি শহরের এক মোবাইল ফোন ব্যবসায়ী ২০১০ সালে নোকিয়া ব্র্যান্ডের কিছু ফোন অর্ডার করেছিলেন। ফোনগুলো ছিল সে সময়ের জনপ্রিয় ও দামি বার-টাইপ মডেল, যার মধ্যে ‘মিউজিক এডিশন’ ও ‘ফোন কমিউনিকেটর’ সিরিজের সেট ছিল। তবে অর্ডার দেওয়ার পরপরই ২০১১ সালে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে চালানটি দেশে পৌঁছাতে পারেনি।
গৃহযুদ্ধ ও দীর্ঘদিনের অস্থির পরিস্থিতির কারণে ফোনগুলোর চালান একটি গুদামে আটকে পড়ে। প্রেরক ও প্রাপক উভয়েই ত্রিপোলিতে অবস্থান করলেও যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় ১৬ বছর পর সম্প্রতি সেই চালান উদ্ধার করা সম্ভব হয়।
দীর্ঘ সময় পর ফোনগুলোর প্যাকেট খোলার মুহূর্তের একটি ভিডিও দোকানদার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
ভিডিওতে তাকে হাসতে হাসতে বলতে শোনা যায়, “এগুলো কি ফোন, নাকি ঐতিহাসিক নিদর্শন?” ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে একসময়কার আধুনিক ও দামি ফোনগুলো আজ কার্যত ইতিহাসের অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করছেন নেটিজেনরা। সূত্র: এনডিটিভি
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে