গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার পর গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিউ ও দণ্ডবিধির ১৪৪ ধারা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশে সহিংস সংঘর্ষের জেরে কয়েকজন নিহত ও বহু আহত হন। এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর কারফিউ জারি করে।
জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টা থেকে কারফিউ এবং ১৪৪ ধারা আর কার্যকর থাকছে না। তবে সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, “পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, সহিংসতা শুরু হয় বুধবার, ১৬ জুলাই, যখন এনসিপি সমর্থকদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। দিনভর চলা ওই সংঘর্ষে কয়েকজন নিহত হন এবং এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর বিভিন্ন পর্যায়ে তা বাড়ানো হয়, মাঝে কিছু সময় বিরতি দিয়েও, যা অবশেষে রোববার সকালে শেষ হয়। এরপর সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর ছিল, যা সন্ধ্যায় পুরোপুরি প্রত্যাহার করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং চলমান তদন্তে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে, যাতে করে গোপালগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে