Views Bangladesh Logo

দুর্নীতি দমনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব: বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি নির্মূল না করলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতি ও অপরাধায়ন দূর না করলে ভোট সুষ্ঠু হবে না। তিনি উল্লেখ করেন, আইনি কাঠামো থাকলেও গত তিনটি জাতীয় নির্বাচন ব্যাপক দুর্নীতিতে আক্রান্ত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যদি দুর্নীতি বন্ধ না করা যায়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব হবে না। রাজনীতিতে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য দুর্নীতি নির্মূল করা জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ