Views Bangladesh Logo

মুরাদনগরে তিনজনকে হত্যা মামলায় ঢাকায় আরও ছয়জন গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার মামলায় ঢাকার বনশ্রী এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।



র‍্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান জানান, শনিবার (৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। সন্ধ্যায় র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। পরে গ্রেপ্তারকৃতদের বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হবে।

এর আগে ভোররাতে মুরাদনগরের আকবপুরে যৌথ বাহিনীর অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মো. সবির আহমেদ (৪৮) এবং মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল নয়টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদক কারবার ও মোবাইল চুরির অভিযোগে ওই তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন, খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম রুবি (৫৫), ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে তাসপিয়া আক্তার জোনাকি (২৯)। আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন পরিবারটির আরেক সদস্য রুমা আক্তার (২৮) ।

এ ঘটনায় শুক্রবার (৪ জুলাই) রাতে ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলাটি করেন নিহত রুবির মেয়ে রিক্তা বেগম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ