কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইমরান হোসেন মিয়ার বৃহস্পতিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসা হয়নি তার। ১৫ বছর বয়সী এই শিক্ষার্থী এখন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী। নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের কর্মী’ সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
ইমরানের পরিবার বলছে, পুলিশ যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি—ইমরান কোনো রাজনৈতিক কাজে জড়িত নয়। তবে পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া কয়েকজন ছাত্রলীগ কর্মীর তথ্যে ইমরানের নাম এসেছে।
ইমরান হোসেন চিওড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে। ইসহাক মিয়া বলেন, গত সোমবার গভীর রাতে পুলিশ তাদের বাড়িতে গিয়ে ইমরানকে তুলে নিয়ে যায়। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়। ছেলে যেন পরীক্ষায় অংশ নিতে পারে—সে জন্য প্রবেশপত্র নিয়ে থানায় গেলেও কোনো লাভ হয়নি।
ইসহাক মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করানো হয়েছে। ছেলে বা আমি কেউই রাজনীতি করি না। ছেলের পরীক্ষার দিন ওকে কারাগারে পাঠানো হলো। এটা ভয়ংকর অন্যায়।’
স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার জানান, ইমরান নিয়মিত শিক্ষার্থী। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততার কথা তিনি কখনো শুনেননি।
জানা গেছে, পুলিশ ২৫ জনের নাম-পরিচয়সহ অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলায় ইমরানকে ৬ নম্বর আসামি করা হয়। এজাহারে ইমরানকে ‘ছাত্রলীগ কর্মী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ঢালুয়া ইউনিয়নের একটি সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৫০–৬০ জন কর্মী মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে ঝটিকা মশালমিছিল করে। পুলিশ প্রথম আসামিকে গ্রেপ্তার করার পর তার জিজ্ঞাসাবাদে ইমরানের নাম পাওয়া যায়।
ইমরানের বিরুদ্ধে কোনো ছবি, ভিডিও বা প্রত্যক্ষ প্রমাণ আছে কি না জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক গণমাধ্যমে বলেন, পুলিশি তদন্তে অন্য গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতেই ইমরানের নাম নিশ্চিত হয়েছে। তিনি দাবি করেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি বিষয় তদন্তে জানা যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে