Views Bangladesh Logo

বিশিষ্ট লোকসঙ্গীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সাংস্কৃতিক উপদেষ্টার শোক

প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

সরকারি শোকবার্তায় ফারুকী বলেন, ‘ফরিদা পারভীনের মৃত্যু দেশের সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। বাংলা সঙ্গীত, বিশেষ করে লালন সঙ্গীত সংরক্ষণ ও প্রচারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে’।

‘ফরিদা পারভীন তার কণ্ঠের মাধ্যমে লালনের দর্শনকে জীবন্ত করে তোলার পাশাপাশি প্রজন্মের পর প্রজন্ম ধরে তার গানের সাংস্কৃতিক বোধকেও উন্নত করেছেন’- বলেন তিনি।

সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশি সঙ্গীতে তার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে’।

প্রয়াত শিল্পী ফরিদা পারভীনের আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান ফারুকী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ