২৮ আগস্টের মধ্যে ঘোষণা হতে পারে চাকসু নির্বাচনের তফসিল
প্রায় তিন দশকেরও বেশি সময় পর দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুনরায় চালু হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু)। আগামী বৃহস্পতিবার, ২৮ আগস্টের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বহু প্রতীক্ষিত এ নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, 'আমরা বৃহস্পতিবারের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে প্রস্তুত। খুব শিগগিরই শিক্ষার্থীরা সঠিক তারিখ জেনে যাবে।'
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, আচরণবিধির খসড়া ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, 'এই সপ্তাহের শেষের দিকেই তফসিল ঘোষণা হতে পারে।'
এদিকে, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন নিশ্চিত করেছেন যে নির্বাচনী আচরণবিধি খুব শিগগির প্রকাশ করা হবে এবং ভোটার তালিকা প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
আগামী চাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের কাছে ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭০ সালে। নিয়মিতভাবে প্রতিবছর হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
৩৪ বছর পর আবারও শিক্ষার্থী প্রতিনিধিত্ব পুনরুদ্ধারের পথে বিশ্ববিদ্যালয় এগোচ্ছে, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীরা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে