Views Bangladesh Logo

এবার পেছালো চাকসু নির্বাচন

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ অক্টোবরের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিকালে চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

তিনি জানান, গতকাল প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অভিযোগ ওঠে—চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রচারণার জন্য মাত্র চার দিন সময় থাকছে, যা পর্যাপ্ত নয়। তাই আজকের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে ১৫ অক্টোবর ভোট গ্রহণের।

তিনি আরও বলেন, ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে নিয়মিত ক্লাস চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এক দিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে তপশিলের অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। দুপুর ২টা পর্যন্ত সাতজন প্রার্থী ব্যক্তিগত কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি।

এর আগে পূজা উপলক্ষে ছুটি, ছাত্রদলসহ পাঁচটি প্যানেলের দাবি এবং রোববার ভিসির বাসভবন ঘেরাও ও শাটডাউনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা-অস্থিরতার পর রাকসু নির্বাচনের তারিখও পরিবর্তন করা হয়। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ