৯ ঘণ্টা পর ছাড়া পেলেন চবির সেই শিক্ষক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভ প্রায় ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
এর আগে শনিবার দুপুরে জুলাই আন্দোলনে ‘গণহত্যা’য় সমর্থনের অভিযোগ তুলে চাকসুর কয়েকজন নেতা তাকে জোর করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে দীর্ঘ সময় সেখানে রাখা হয়। বিষয়টি নিয়ে চবি উপ-উপাচার্য ড. শামীম উদ্দীন, প্রক্টরিয়াল বডির সদস্য এবং চাকসু প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
এদিকে, এ ঘটনায় চাকসু নেতারা রোমান শুভর বিরুদ্ধে মামলা করতে হাটহাজারী থানায় গেলেও পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের বিরুদ্ধে মামলা নিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ওই শিক্ষক বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে