Views Bangladesh Logo

হিমছড়ি সমুদ্রে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকের এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তার দুই সহপাঠী।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব (২১)। তিনি ২০২৩-২৪ সেশনের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার মিরপুরের বাসিন্দা।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন-বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)। তারা একই বিভাগের শিক্ষার্থী।

সি-সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদের বরাত দিয়ে জানা গেছে, কক্সবাজারে ঘুরতে গিয়ে হিমছড়ি বাঁধসংলগ্ন এলাকায় সমুদ্র সৈকতে যান পাঁচজন চবি শিক্ষার্থী। তাদের মধ্যে সাবাব, অরিত্র ও আসিফ সমুদ্রে গোসল করতে গেলে প্রবল ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়। ওই সময় আবহাওয়া খারাপ ছিল। স্থানীয় পর্যটকরা সাবাবের মরদেহ উদ্ধার করলেও অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দমকল বাহিনী, পর্যটন পুলিশ এবং লাইফগার্ডদের সদস্যরা। তবে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

সাবাবের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পর্যটন পুলিশের অতিরিক্ত ডিআইজি অ্যাপেল মাহমুদ জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ