Views Bangladesh Logo

শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, চবির সব পরীক্ষা স্থগিত

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাতে কয়েক দফায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিভাগগুলোর ক্লাস চলমান থাকবে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোববারের সকল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে শনিবার রাত সোয়া ১২টার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের পর এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষে অন্তত ৬০ শিক্ষার্থী আহত হন। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীর বাসায় ফিরতে দেরি হয়। রাত সাড়ে ১২টার দিকে ২ নম্বর গেট এলাকার একটি ভবনের দারোয়ানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে মারধর করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে দারোয়ানকে ধরতে গেলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। সংঘর্ষে সহকারী প্রক্টরসহ অন্তত ৬০ জন আহত হন। সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ভোর তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ছাত্রী বলেন, আমি রাত ১২টার মধ্যে চলে আসি। দারোয়ান দরজা খুলতে রাজি হচ্ছিল না। আমি জোরে ডাক দিলে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হঠাৎ চড় মারে। আমাকে ফেলে লাথি মারতে থাকে। তখন আশপাশের অনেকে এগিয়ে এলে আরও হামলার শিকার হই।

শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয়দের সঙ্গে বিভিন্ন ঘটনা নিয়ে প্রায়ই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আগে-ভাগে কার্যকর ব্যবস্থা নেয় না। ফলে একের পর এক এমন সংঘর্ষে শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ