Views Bangladesh Logo

রাজধানীর আগারগাঁও রেডিও স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান।

তিনি জানান, দুর্বৃত্তরা উল্টো পথ দিয়ে মোটরসাইকেল চালিয়ে আগারগাঁও রেডিও স্টেশনের সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায় এবং স্টেশন থেকে সামান্য দূরে আরও একটি ককটেল নিক্ষেপ করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডিসি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনার জন্য একাধিক টিম কাজ করছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ