বার্ন ইনস্টিটিউটে রক্তদাতাদের ঢল
ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশ যখন শোকে স্তব্ধ, তখন অসংখ্য সাধারণ মানুষ এক অনন্য মানবিকতার নজির স্থাপন করেছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের সহায়তায় স্বেচ্ছায় রক্ত দিতে ছুটে আসছেন সাধারণ মানুষ। হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। কেউ একা, কেউ আবার সঙ্গে এনেছেন পরিচিত আরও রক্তদাতাকে।
সোমবার (২১ জুলাই) হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, গুরুতর দগ্ধ অবস্থায় অন্তত ৫০ জন রোগী ভর্তি আছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, এদের অনেকেরই শরীরের অর্ধেকের বেশি পুড়ে গেছে। জীবন রক্ষায় প্রয়োজন বিপুল পরিমাণ রক্ত।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পজিটিভ ব্লাড গ্রুপে আপাতত সংকট না থাকলেও নেগেটিভ গ্রুপের রক্তের ঘাটতি রয়েছে। তাই তারা সব ধরনের রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে