‘এয়ার শো’ দেখতে তেজগাঁও পুরোনো বিমানবন্দরে মানুষের ঢল
মহান বিজয় দিবস উপলক্ষে ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে ভিড় জমেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সেখানে মানুষের ঢল নামতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, আগারগাঁও–সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি। নিরাপত্তা তল্লাশি শেষে সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
ইতোমধ্যে হাজারো মানুষ এয়ার শো দেখতে ভেতরে প্রবেশ করেছেন। অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়। কেউ কপালে জাতীয় পতাকার আদলের ফিতা, কেউ বিজয় দিবস লেখা কাপড় পরে এসেছেন। লাল-সবুজের পোশাক পরেও অনেককে দেখা গেছে।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ সকাল ১০টায় তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে জমকালো এয়ার শো আয়োজনের কথা তথ্যবিবরণীতে জানানো হয়েছিল। তবে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত এয়ার শো শুরু হয়নি।
তথ্যবিবরণীতে আরও জানানো হয়েছে, এয়ার শোটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এদিকে তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও আশপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে