Views Bangladesh Logo

যারা তারেক রহমানের বিরুদ্ধে বলে, তারা গণতন্ত্রের শত্রু: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে, তারা এ দেশের গণতন্ত্র এবং জনগণের শত্রু বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং মিটফোর্ডে সংঘটিত হত্যাকাণ্ডসহ দেশব্যাপী হত্যার ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আমি ধিক্কার জানাই সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদের, যারা তারেক রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলছেন। এতে আমাদের নেতার সম্মান কমে না, বরং যারা এ ধরনের কথা বলেন তারাই ছোট হয়ে যান।’

তিনি বলেন, ‘আমরা কাউকে অশ্লীল ভাষায় জবাব দেব না। বিএনপি একটি রাজনৈতিক দল। আমাদের লড়াই হলো জনগণের অধিকার আদায়ের লড়াই।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, মিটফোর্ডের ঘটনার পর কিছু রাজনৈতিক দল ও মহল রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এ চক্রান্ত নতুন নয়। যখনই দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, তখনই ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, তারা চেষ্টা করছে, বাংলাদেশে যেন জাতীয় নির্বাচন না হয়, মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। তারেক রহমান যখন রাষ্ট্রকে ঘুরে দাঁড় করানোর জন্য দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন, তখনই ষড়যন্ত্রকারীরা নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভয়াবহ ফ্যাসিস্ট শাসন এ দেশের ছাত্র-জনতা যেভাবে বিতাড়িত করেছে, তেমনিভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আবার কোনো ফ্যাসিস্ট যেন ক্ষমতায় আসতে না পারে — সেই ব্যবস্থা জনগণকে সঙ্গে নিয়ে আমরা করব।’

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেন কোনো উসকানিতে উত্তেজিত না হই। শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের আন্দোলন চালিয়ে যেতে হবে। তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নিশ্চিত করেছেন — আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই ঘোষণা শোনার পর ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের ধৈর্য ধরে সামনে এগোতে হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ