Views Bangladesh Logo

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেটাররা।

বিসিবির এই পরিচালক পদত্যাগ না করা পর্যন্ত কোনো ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াব সূত্রে জানা গেছে, নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা আগেই আন্দোলনে নেমেছিলেন। তবে এখন পর্যন্ত তিনি পদত্যাগ না করায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড় থেকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মাঠে যাওয়ার একটাই শর্ত—বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কমিটমেন্ট আসতে হবে যে ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি তিনি থেকে যান, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। বিসিবিকে অফিশিয়ালি বিষয়টি ঘোষণা করতে হবে।

কোয়াব সভাপতি আরও জানান, ক্রিকেটাররা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, ক্রিকেটের স্বার্থেই এই অবস্থান নিয়েছেন। বিসিবি থেকে সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা মাঠে ফিরবেন না।

এদিকে ক্রিকেটারদের এই ঘোষণায় দেশের ক্রিকেটে চরম অস্থিরতা তৈরি হয়েছে। বিপিএলসহ ঘরোয়া ও আন্তর্জাতিক সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন বিসিবির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ