ক্রিকেটার এবাদত হোসেনের বাবা মারা গেছেন
বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন চৌধুরী অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিলেটের ওয়াসিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামে এবাদতের পৈতৃক বাড়ি। বর্তমানে তারা একই ইউনিয়নের রুকনপুর গ্রামে বসবাস করেন।
এ বিষয়ে এবাদত হোসেন জানান, তার বাবার নিয়মিত চিকিৎসা চলছিল এবং সম্প্রতি তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।
তিনি বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় বাবাকে সিলেটের একজন চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলাম। পথে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমি কখনও ভাবিনি পথেই তিনি মারা যাবেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।”
জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঠালতলী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে