Views Bangladesh Logo

মাদকবিরোধী অভিযানে গডফাদারদের ধরতেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকবিরোধী অভিযানে শুধু বাহক নয়, বরং মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনছে। এই ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে হলে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এটা আমাদের সবার পবিত্র দায়িত্ব।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শুধু মাদকের বাহক বা বহনকারীদের গ্রেপ্তার করলেই হবে না, গডফাদারদের আইনের আওতায় আনতে হবে।’

এ সময় তিনি চাঁদাবাজি ও গণপিটুনির মতো অপরাধের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, ‘আইন নিজের হাতে নেয়ার অধিকার কারো নেই। জনগণকে সচেতন করতে পারলে গণপিটুনির মতো ঘটনা ঘটবে না। মাদক ব্যবসায়ী কিংবা চাঁদাবাজ যেই হোক, তাদের কঠোর শাস্তি দেয়া হবে।’

কক্সবাজারের বিআইএএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, প্রতিরক্ষা ও জাতীয় ঐক্য উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ