নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সিপিজের
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক এই সংগঠনটি পৃথক চিঠির মাধ্যমে দলগুলোর কাছে এ আহ্বান জানায়। বৃহস্পতিবার সিপিজের ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করা হয়েছে।
চিঠিতে সিপিজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিকে নির্বাচনের সময় সাংবাদিকদের সুরক্ষায় জনসমক্ষে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়েছে। এর মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং ফৌজদারি বা জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহার প্রত্যাখ্যান করার আহ্বান রয়েছে। পাশাপাশি নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কথাও স্মরণ করিয়ে দিয়েছে সিপিজে।
চিঠিতে বলা হয়েছে, সিপিজের গবেষণায় দেখা যাচ্ছে—নির্বাচনপূর্ব সময়ে সাংবাদিকদের জন্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ ঝুঁকির মধ্যে রয়েছে সংবাদমাধ্যমের ওপর সরাসরি হামলা ও হুমকি, রাজনৈতিক মেরুকরণকেন্দ্রিক হয়রানি এবং পাঁচজন সাংবাদিকের কারাবরণ, যাদের বিরুদ্ধে আনা অভিযোগ সাংবাদিকতা বা রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে যুক্ত বলে প্রতীয়মান। গত ডিসেম্বরে দেশের শীর্ষ দুটি সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ‘মব’ হামলার ঘটনা ঘটে এবং জ্বলন্ত ভবনে সাংবাদিকদের আটকে পড়ার ঘটনাও উল্লেখ করেছে সিপিজে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবেদক, সম্পাদক ও ভাষ্যকাররা তীব্র ডিজিটাল হয়রানি, নির্দিষ্ট আদর্শে চিহ্নিত করা, হুমকি এবং রাজনৈতিক মেরুকরণ থেকে উৎসারিত সম্মিলিত বিদ্বেষমূলক প্রচারণার শিকার হচ্ছেন। প্রশাসনের পরিবর্তন ও গণমাধ্যম সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও অতীত সরকারের সময় সাংবাদিকদের ভয় দেখাতে যে হয়রানির সংস্কৃতি গড়ে উঠেছিল, তা এখনো পুরোপুরি বন্ধ হয়নি।
সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় দীর্ঘদিনের বিচারহীনতা এবং প্রতিশ্রুত গণমাধ্যম সংস্কারে কার্যকর অগ্রগতির অভাব দেশে ভীতি ও স্ব-আরোপিত সেন্সরশিপের পরিবেশ তৈরি করেছে বলেও মন্তব্য করেছে সিপিজে।
এ ছাড়া সিপিজের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আসন্ন নির্বাচনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে