‘অগ্রযাত্রা’ সম্পাদকসহ মিথ্যা মামলার শিকার ৪ সাংবাদিকের বিষয়ে সিপিজের উদ্বেগ
অনুসন্ধানমূলক সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসানসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানি মামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা সেন্টার ফর প্রটেক্ট জার্নালিস্ট।
গত ১৭ ফেব্রুয়ারী (সোমবার) সংস্থাটির নিউইয়র্কস্থ সদর দপ্তর থেকে ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়৷ মার্কিন এ গণমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে।
উল্লেখ্য, ব্যাংক খাতে লুটপাট চালিয়ে দেশ থেকে পালানোর পাঁয়তারা করা ঋণখেলাপি ও শ্রমিকদের হয়রানিকারী তফরিদ কটন মিলের এমডি সামিউল ইসলামের দেশ থেকে পালানোর চেষ্টা ও শ্রমিক এবং নারী কর্মীকে হয়রানির তথ্য নিয়ে অগ্রযাত্রায় প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন পাওনাদার ব্যাংক কর্তৃপক্ষ হানা দেয় ঋণখেলাপি সামিউল ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা সামিউলের বিভিন্ন কারখানাও জব্দ করে। এরই জের ধরে ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টায় আদালতকে বিভ্রান্ত করে অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান ও অ্যাসাইনমেন্ট এডিটর কামরুল ইসলামসহ আরও মোট ৪ সাংবাদিককে আসামি করে গত বছরের নভেম্বরে মানহানি মামলা করেন তফরিদ কটন মিলের এমডি ঋণখেলাপি শেখ শামিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার। তবে মামলা দায়েরের পর প্রায় ৫ মাস পার হয়ে গেলেও অদ্যবধি অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি ঋণখেলাপি ও জনগণের টাকা লুটপাটকারী প্রতিষ্ঠানটি। মূলত সংবাদকর্মীদের প্রতিবেদন প্রকাশের জেরে দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েই ক্ষুব্ধ মনোভাব থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা করে নিজেদের অপকর্ম ঢাকতে চাইছে তফরিদ কটন মিল কর্তৃপক্ষ।
অগ্রযাত্রা সম্পাদক মেহেদী হাসান ছাড়াও মামলার শিকার অন্য ৩ সাংবাদিক হলেন: অগ্রযাত্রার অ্যাসাইনমেন্ট এডিটর কামরুল ইসলাম, বিডিনিউজ৯৯৯ অনলাইন পোর্টালের সম্পাদক শাহ আলম খান এবং ইংরেজি দৈনিক ডেইলি পোস্টের সিনিয়র রিপোর্টার আল এহসান।
অন্যদিকে তফরিদ কটন মিলে চাকরি করে প্রতারিত, নির্যাতিত ও হয়রানির শিকার হওয়া শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কুখ্যাত ঋণখেলাপি শেখ সামিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ করলেও এখনও সুবিচার না পেয়ে শঙ্কায় ভুগছেন। এ ব্যাপারে অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে