Views Bangladesh Logo

রোহিঙ্গা সংকট সমাধানে বড় সুযোগ কক্সবাজার সম্মেলন: ড. খলিলুর রহমান

রোহিঙ্গা সমস্যা সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনকে বড় সুযোগ হিসেবে দেখছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

রোববার (১৭ আগষ্ট) সকালে ঢাকায় কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি জানান, জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে একটি বৈশ্বিক সম্মেলন হবে। এর আগে ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ সম্মেলনটি জাতিসংঘের বৃহত্তর বৈশ্বিক সম্মেলনের প্রস্তুতির অংশ।

ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকটের বর্তমান চিত্র তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, 'এই সম্মেলন রোহিঙ্গাদের কণ্ঠস্বর এবং তাদের আশা-আকাঙ্ক্ষা বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার একটি বড় সুযোগ।' কূটনীতিকদের প্রতি তিনি এ সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

একজন রাষ্ট্রদূত ব্রিফিং শেষে জানান, কক্সবাজার সম্মেলনের সময়সূচি ঘোষণা করা হয়েছে এবং এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

ড. খলিলুর রহমান আরও বলেন, 'একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার বাইরে চলে যাচ্ছিল। তবে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার উদ্যোগে বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব তোলার পরই সদস্য রাষ্ট্রগুলো তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতভাবে অনুমোদন দেয়। এখন পর্যন্ত বিশ্বের ১০৬টি দেশ এ সম্মেলনকে সমর্থন জানিয়েছে।'

তিনি বলেন, 'রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়, তাই তাদের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিসরে কথা বলার দায়িত্ব বাংলাদেশই পালন করছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ