২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ছয়জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশে করোনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৫ জুলাই) সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৯টি নমুনা পরীক্ষায় ছয়টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে, যার হার দুই দশমিক ৫১ শতাংশ। নতুন করে মারা গেছেন ঢাকা বিভাগের একজন বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয় করোনায়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে আক্রান্ত ও মৃত্যু কমতে শুরু করে, যা একপর্যায়ে শূন্যের কোটায় নেমে আসে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে