এস আলমসহ তার পরিবারের বিরুদ্ধে সমন জারি
আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।
গ্রুপটির চেয়ারম্যান মো. সাইফুল আলমের নামে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চার কোটি ৯৬ লাখ শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই নিষেধাজ্ঞা তার ভাই আব্দুস সামাদের আল আরাফাহ ইসলামী ব্যাংকের দুই কোটি ৪৬ লাখ শেয়ারের ক্ষেত্রেও দেয়া হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
এর আগে ১ হাজার ৯৬৩ কোটি টাকা খেলাপি হওয়ায় গ্রুপটির প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক।
মামলাটি আমলে নিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম, তার স্ত্রী, চার ভাই, ভাইয়ের স্ত্রী ও এক পরিচালকসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে