Views Bangladesh Logo

আসাদুজ্জামান নূরের চার ফ্ল্যাট, জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট, ১০ কাঠা জমি এবং ১৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান স্থাবর ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নূরের সকল সম্পদ এখনও সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি। তবে তদন্ত চলাকালে যাতে তিনি সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সে কারণে দুদক বিধিমালা ২০০৭-এর ১৮ বিধি এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১৬ ধারায় এ সম্পদ জব্দ করা প্রয়োজন।

এর আগে গত ৩০ জুলাই নূরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে প্রায় ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এসব লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে দণ্ডনীয় অপরাধ। তদন্তে উঠে আসে, তার বিভিন্ন হিসাবে ৮৫ কোটি টাকার বেশি জমা এবং ৭৩ কোটি টাকার বেশি উত্তোলন করা হয়েছে, যার উৎস স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ