Views Bangladesh Logo

নেসলে কিটক্যাট চকলেট লট বাজার থেকে অপসারণের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার একটি আদালত নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটের একটি লট বাজার থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী, বিতর্কিত লটটি ২০২৬ সালের ২১ জানুয়ারি পর্যন্ত বাজার থেকে সরাতে হবে।

খাদ্য আদালতে দায়ের করা বাদী পক্ষের আবেদন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান জানিয়েছেন, ‘নেসলে কিটক্যাট চকলেট একটি অনিবন্ধিত, অননুমোদিত, অস্পষ্ট এবং নিম্নমানের পণ্য, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।’

আবেদনে উল্লেখিত সংশ্লিষ্ট ব্যাচ নম্বর ৪৪৩৯৯১৩৯ এবং উৎপাদন কোড ৬২৯৪০০৩৫৩৯০৫৪। বাদী পক্ষ আরও বলেন, এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্য ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নেসলে কিটক্যাট চকলেটের বাজার থেকে প্রত্যাহার ও ধ্বংস, এবং বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এর আমদানি, বিপণন ও বিক্রয় সাময়িকভাবে স্থগিত করার আবেদন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ