ফরহাদ মজহার ‘অপহরণ মামলার’ পুনঃতদন্তের নির্দেশ
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিশিষ্ট কলামিস্ট, কবি এবং মানবাধিকার কর্মী ফরহাদ মজহারের ‘অপহরণ মামলার’ পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত ২৭ এপ্রিল পিবিআইকে পুনঃতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৩ জুলাই থেকে শ্যামলী রিং রোডের হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার।
পরে তিনি তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান, কিছু লোক তাকে তুলে নিয়ে যাচ্ছে এবং তাকে হত্যা করা হতে পারে। পরে ছয়বার ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ওই রাতেই আদাবর থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী ফরিদা আক্তার।
১৯ ঘন্টা পর যশোরের অভয়নগরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মাহাবুবুল আলম ২০১৭ সালের ৩১ অক্টোবর আদালতে দেয়া চূড়ান্ত প্রতিবেদনে নিশ্চিত করেন, ফরহাদ মাজহারকে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ফরহাদ মাজহার এবং বাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর ও হয়রানির অভিযোগে মামলা করতেও আদালতের অনুমতি চেয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির (অনাস্থা) আবেদন জানান।
শুনানি শেষে নারাজি আবেদনটি আমলে নিলেও পরে সেটি বাতিল করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট খুরশিদ আলমের আদালত।
আদালত ফরহাদ মাজহার এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করারও অনুমতি দেন।
পরে, তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ শুভর আদালত উভয়কে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন।
নারাজি আবেদন বাতিলের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন জানান আসামিপক্ষ।
সম্প্রতি, ১০ নম্বর বিশেষ জজ মো. রেজাউল করিমের আদালতে বাদীর করা নারাজি আবেদনের পুনঃশুনানির নির্দেশ দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে