Views Bangladesh Logo

আওয়ামী লীগের মিছিল থেকে আটক বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক বাকপ্রতিবন্ধী সাইদ শেখের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার জামিন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। এদিন আসামিকে কারাগারে আটক রেখেই জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

সাইদ শেখের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের মিছিল থেকে সাইদকে আটক করে পুলিশ। পরদিন সাইদসহ তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। পরে আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ