Views Bangladesh Logo

গাজীপুরের রেস্তোরাঁয় দম্পতির ‘পিস্তল’ হাতে ভিডিও ভাইরাল

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি রেস্তোরাঁয় এক দম্পতিকে হাতে ‘পিস্তল’ নিয়ে থাকতে দেখা গেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যার তদন্তে নেমেছে পুলিশ।

এক মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওটি বুধবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক তরুণ রুপালি রঙের একটি পিস্তল এক তরুণীর হাতে তুলে দিচ্ছে। ভিডিওর এক পর্যায়ে তরুণীকে সেই অস্ত্রটি তরুণের দিকে তাক করতে দেখা যায়, আর তরুণ প্রতিক্রিয়াস্বরূপ হাত দিয়ে বন্দুকের ভঙ্গি করেন। ধারণা করা হচ্ছে, ভিডিওটি তাদের জ্ঞাতসারে ধারণ করা হয়েছে।

শ্রীপুর পুলিশ ওই তরুণের পরিচয় শনাক্ত করেছে—তার নাম সাজ্জাদ হোসেন মোরোল আলিফ (১৮), তিনি তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার বাসিন্দা। তরুণীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক গণমাধ্যমকে জানান, ভিডিওতে দেখা বস্তুটি আসলে একটি খেলনা পিস্তল।

ওসি বারিক বলেন, 'ভিডিওটি পুরোনো হলেও সম্প্রতি আমাদের নজরে এসেছে। আলিফকে কয়েক দিন আগে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে জেলহাজতে আছেন। ভিডিও সংক্রান্ত বিষয়েও আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

পুলিশ এখনো জানায়নি যে রেস্তোরাঁটি শনাক্ত করা হয়েছে কি না বা ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট অন্য কারও বিরুদ্ধে তদন্ত চলছে কি না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ