Views Bangladesh Logo

আশুলিয়ায় স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) ও ছয় বছরের মেয়ে জামিলা। তাদের বাড়ি বগুড়া জেলায়।

স্থানীয়রা জানান, সকাল থেকে পরিবারের ঘরের দরজা বন্ধ ছিল। বিকালে পাশের কক্ষের এক ভাড়াটিয়া জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় রুবেলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সোনিয়া ও জামিলার মরদেহও উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ