Views Bangladesh Logo

দেশ ক্রান্তিকাল পার করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল সময় পার করছে। দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করছে এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চলছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য নষ্ট হলে দেশের বড় ক্ষতি হবে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের মানবকল্যাণ পরিষদে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে একের পর এক আইন প্রণয়ন করে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। সে সময় আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে ভয়ভীতি দেখানো হতো, অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দুঃসময় আমরা অতিক্রম করেছি। এখন সময় এসেছে নতুনভাবে দেশ গড়ার।

তিনি বলেন, বিএনপির অঙ্গীকার স্পষ্ট কুরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যে বিএনপি নাকি কুরআন-সুন্নাহর পক্ষে নয়। বাস্তবে বিএনপি সবসময় কুরআন ও সুন্নাহর পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং আগামী দিনের করণীয় বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে সবাইকে অত্যন্ত সাবধান থাকতে হবে, যেন দেশ আবার কোনো অন্ধকার পথে না যায়। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে, যা দেশ ও জনগণের জন্য ক্ষতিকর হবে।

আসন্ন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন ভাঙার ও বানচালের চেষ্টা চলছে। এসব অপচেষ্টা যেন সফল না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, গভীর বেদনার সঙ্গে আমরা শহীদ ওসমান হাদি, আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ জুলাইয়ের আন্দোলনে নিহতদের স্মরণ করি। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, হাফেজ মাওলানা মোহাম্মদ রশিদ আলম, মাওলানা খলিলুর রহমানসহ আলেম-ওলামা ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ