Views Bangladesh Logo

অর্ধেক সেনা সদস্য মাঠ থেকে সরানোর সিদ্ধান্ত কোর কমিটির

ইনশৃঙ্খলা রক্ষায় মাঠে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটি। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জানানো হয়, মাঠে থাকা সেনা সদস্যদের ৫০ শতাংশকে আপাতত বিশ্রাম ও জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের জন্য ফিরিয়ে নেওয়া হবে। সিদ্ধান্তটি বুধবার থেকে কার্যকর হবে। বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাদের পুনরায় মাঠে পাঠানো হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে বাকি সদস্যদেরও প্রত্যাহার করা হবে।

সরকারের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর আংশিক প্রত্যাহারের আরেকটি লক্ষ্য হলো মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী মাঠে থাকায় কিছু জটিলতা তৈরি হয়েছে।

তবে সূত্রটি আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র ও জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনা, নৌ ও বিমান বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছিল।

কোর কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য, নির্বাচনে পুলিশের ভূমিকা, লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়সহ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুফি সিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল ঘানি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ