Views Bangladesh Logo

শাহবাগ থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিল পুলিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর শাহবাগ মোড় থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।


শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়া প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং তাদের মঞ্চ অপসারণ করে। এদিন সন্ধ্যা পৌনে সাতটার দিকে সড়ক খালি হওয়ার পর যান চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার সকাল থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্ম শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অবরোধ শুরু করে। তবে শুক্রবার বিকেলে একই পরিচয়ের আরেকটি পক্ষ তাদের বিরোধিতা করলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সংঘাতের আশঙ্কায় পুলিশ উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়।

রমনা জোনের ডিজি বলেন, দুপক্ষের মারামারির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়েছে।

অবরোধকারীরা দাবি করেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন ও স্থায়ী বিধানে যুক্ত করতে হবে।

তাদের আরও দাবি ছিল—জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি দেয়া, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান ও কল্যাণ নিশ্চিত করা, চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, দমন-পীড়নের জন্য দায়ীদের আন্তর্জাতিক মানে বিচার করতে হবে এবং একটি সত্য ও ন্যায় কমিশন গঠন করতে হবে।

অবরোধ চলাকালে শাহবাগ মোড় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পথচারী রবিউল বলেন, ‘দুদিন পরপর সড়ক অবরোধ হয়। আর ভোগান্তি পোহাতে হয় আমাদের মতো সাধারণ মানুষকে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ