প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজন: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব পুনরায় তুলে ধরেছেন। তিনি বলেছেন, উৎপাদন থেকে বিপণন- সব মিলিয়ে খাতের নীরব অবদান দেশের প্রবৃদ্ধির একটি শক্তিশালী ভিত্তি। তবে প্রধান চ্যালেঞ্জ হলো এই উৎপাদন প্রক্রিয়াকে নির্বিঘ্নে চালু রাখা।
বুধবার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি জানান, দেশের মোট জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ২ শতাংশ, এবং কৃষির ভেতরে এটি ৬.৫ শতাংশ। পোল্ট্রি খাতে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত, যাদের মধ্যে বড় অংশ নারী। প্রধান উপদেষ্টা সতর্ক করেছেন, এই উৎপাদনচক্রকে সচল না রাখতে পারলে প্রান্তিক মানুষের জীবন ও খাদ্য নিরাপত্তা দুটিই ঝুঁকিতে পড়বে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রাণিসম্পদ খাত কেবল আমিষের যোগান নয়, এটি গ্রামীণ কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, বাণিজ্যিক খামার, সহায়ক শিল্প এবং বৈদেশিক মুদ্রার উৎস-সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের ডিম, দুধ ও মাংস উৎপাদন বাড়ায় আমিষের ঘাটতি অনেকটাই কমেছে। তবে জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, প্রাণী–মানুষ সংক্রমণ, উদীয়মান রোগ এবং খাদ্য ঘাটতি-এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই মনোযোগ দিতে হবে।
তিনি জানিয়েছেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নিয়মিত মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম বাড়াচ্ছে। বিশেষ করে ঈদুল আজহায় কোরবানির পশু আমদানি না করেই দেশে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা প্রান্তিক খামারিদের কঠোর পরিশ্রমের ফল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়া সচিব আবু তাহের মোহাম্মদ জাবের শুভেচ্ছা বক্তব্য দেন।
এছাড়া সম্মেলন কেন্দ্রের পাশের পুরোনো বাণিজ্যমেলার মাঠে তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা বিনা খরচে গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, খরগোশ, কবুতর, কুকুর, বিড়ালসহ বিভিন্ন পশু ও পাখি দেখতে পারবেন। সঙ্গে থাকছে দুধ–মাংসজাত খাবারের স্টল, ঐতিহ্যবাহী রেসিপি, আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শনী।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান জানান, এবারের সপ্তাহ দেশজুড়ে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে উদযাপিত হচ্ছে। এতে দেশের উন্নত জাতের প্রাণিসম্পদ একসঙ্গে প্রদর্শন করার সুযোগ মিলছে, যা আগে হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে