Views Bangladesh Logo

ইউএনও বললেন ‘আমি আপনার আপু না’, আয়োজকের প্রশ্ন ‘ভাবি বলব?’

লালমনিরহাটের কালীগঞ্জে গভীর রাত পর্যন্ত চলা একটি অনুষ্ঠান বন্ধ করতে বলা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা সুলতানাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ইউএনও ও অনুষ্ঠানের এক আয়োজকের মধ্যকার ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা–সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার রয়েল ফুটবল একাডেমি নামের একটি ক্লাবের আয়োজনে চড়ুইভাতির অনুষ্ঠান হয়। অনুমতি অনুযায়ী রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা থাকলেও তা চলে রাত ১টা পর্যন্ত। এ অবস্থায় ইউএনও শামিমা সুলতানা ক্লাবটির সহসভাপতি মিঠুকে ফোন করে অনুষ্ঠান বন্ধ না করার কারণ জানতে চান। ফোনালাপে আয়োজকেরা কিছুক্ষণ পর অনুষ্ঠান বন্ধ করার আশ্বাস দেন।

পরে আয়োজক মিঠু ওই ফোনালাপটি রেকর্ড করে শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে শোনা যায়, মিঠু ইউএনওকে বারবার ‘আপু’ সম্বোধন করছেন। একপর্যায়ে ইউএনও বলেন, ‘কাইন্ড ইউর ইনফরমেশন, আমি আপনার আপু না,’ এরপর তিনি ফোন কেটে দেন।

মিঠুর দাবি, ইউএনওকে ‘আপু’ বলায় তিনি ক্ষুব্ধ হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও এবং মিঠুর সরবরাহ করা ফোনালাপে এ দাবির সত্যতা পাওয়া যায়নি।

এ বিষয়ে মিঠু বলেন, অনুষ্ঠানের অনুমতি নেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন এবং রাত ১১টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছিল। তবে একাধিক আনন্দঘন আয়োজন একসঙ্গে হওয়ায় কিছুটা দেরি হয়। তিনি অভিযোগ করেন, ইউএনও নির্বাচনি বিধিনিষেধের কথা তুলে অনুষ্ঠান বন্ধ করতে বলেন, যা তিনি অযৌক্তিক মনে করেন। এ সময় তিনি বলেন, ‘ওনাকে কি আমি ভাবি বলব?’

অন্যদিকে ইউএনও শামিমা সুলতানা বলেন, তিনি পুরো বিষয়টি পেশাগত দায়িত্বের জায়গা থেকেই দেখেছেন। তার ভাষ্য, ‘তারা আমার কাছে অনুষ্ঠান করার অনুমতি নিতে এসেছিল। নির্বাচনের কারণে আমি দাওয়াত গ্রহণে অপারগতা প্রকাশ করি এবং অনুষ্ঠান না করতে বলি। পরে রাত ১০টা পর্যন্ত করার অনুমতি দেওয়া হয়। কিন্তু তারা রাত ১টা পর্যন্ত চালিয়েছে। অডিওটি শুনলেই বিষয়টি পরিষ্কার হবে।’

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে রায়হান শরিফ নামের এক শিক্ষক বলেন, একজন সাধারণ মানুষের দ্বারা সরকারি কর্মকর্তার ফোনালাপ রেকর্ড করা এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া উদ্বেগজনক। তার মতে, এটি উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল আচরণের অভাবের পরিচয় দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ