Views Bangladesh Logo

‘জুলাই শহীদ’ স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরুর ঘোষণা দিলেন ফারুকী

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহতদের স্মরণে দেশের ৬৪টি জেলায় ‘জুলাই শহীদ’ স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্বোধন করেছে অন্তর্বর্তী সরকার। আর ৫ আগস্ট রাজধানীর গণভবনে উদ্বোধন করা হবে ‘জুলাই স্মৃতি জাদুঘর’।


সোমবার (১৪ জুলাই) রাজধানীর গণভবনে সংবাদ সম্মেলনে এসব উদ্যোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, আজ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। এর বাস্তবায়ন করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।  আর উদ্বোধনের অপেক্ষায় থাকা জুলাই স্মৃতি জাদুঘরে ‘কেন জুলাই হলো, তার দালিলিক প্রমাণ স্থান পাবে । গণভবনে জুলাই জাদুঘর তৈরি করা হলেও ‘গণহত্যার’ প্রমাণ মুছবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে মূল উপাদানগুলো জমা দেয়া হয়েছে।


শহীদদের স্মৃতি সংরক্ষণে এসব উদ্যোগের গুরুত্বে জোর দিয়ে ফারুকী বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং নতুন প্রজন্মের কাছে তাদের উত্তরাধিকার তুলে ধরাই এগুলোর লক্ষ্য’।


শহীদদের সম্মানে স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপনের সম্পূর্ণ কাজ ৪ আগস্টের মধ্যে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি জানান, নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হবে।


ফারুকী জানান,  জাদুঘর তৈরি হলেও গণভবনের কাঠামো বা অবকাঠামোগত কোনো পরিবর্তন হচ্ছে না। ৫ আগস্ট উদ্বোধনের পর জাদুঘরের কার্যক্রম নিয়মিত চলবে। জাদুঘরে জনগণ শেখ হাসিনার শাসনামলের অপরাধ ও নির্যাতনের ‘আজীবনের বিচার’ করবে বলেও মন্তব্য করেন তিনি।


সংবাদ সম্মেলনে জুলাই গণআন্দোলনের নারী যোদ্ধাদের বিস্তৃত তালিকা তৈরির ঘোষণা দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শেদ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘জুলাই কন্যা’ শীর্ষক বিশেষ উদ্যোগে নারীর ক্ষমতায়নে নানা কর্মসূচি বাস্তবায়নেরও ঘোষণা দেন তিনি। বলেন, ‘এই উদ্যোগটি অন্তর্বর্তী সরকারের জুলাই মাসের গণআন্দোলনকে স্মরণে রাখার বৃহত্তর প্রচেষ্টার অংশ, যার মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভ নির্মাণ, নারী অংশগ্রহণকারীদের স্বীকৃতি এবং নতুন নতুন কল্যাণমূলক কার্যক্রম চালু।


সংবাদ সম্মেলনে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ