গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গ করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলেছে এবং এখন্ও তা চলমান ।
সোমবার খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে 'বাংলাদেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে তা সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, ‘দেশে দায়বদ্ধতার অভাবের কারণে তারা প্রাক্তন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিলেন। তিনি বলেন, ’মানুষ জীবিত আছে নাকি মৃত —এ বিষয়ে কোনো দায়বদ্ধতা ছিল না। শুধুমাত্র গণতন্ত্রই দেশে, সমাজে এবং রাষ্ট্রে দায়বদ্ধতা নিশ্চিত করতে পারে। শুধুমাত্র নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ থাকে, এবং শুধুমাত্র নির্বাচিত সরকারই জাতির কল্যাণের জন্য কাজ করতে পারে।’
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্ট ২০২৪-এর বিদ্রোহের মূল নায়ক ছিলেন দেশের সাধারণ মানুষ—একজন গৃহবধূ, একজন রিকশাচালক, একজন সিএনজি চালক, একজন বাস সহকারী, সাধারণ প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, এখন দেশকে একটি দায়বদ্ধ সরকার প্রয়োজন। দায়বদ্ধতা থাকলে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন শুরু হবে। গত ১৬ বছরে এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছে যেখানে একজন ভালো এবং বাকিরা খারাপ। ৫ তারিখের ঘটনার পরেও এই সংস্কৃতি পরিবর্তিত হয়নি বলে মনে হচ্ছে, তবে এখন তা জরুরি ভিত্তিতে পরিবর্তন করা দরকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে